লালমনিরহাট সদর উপজেলার মাজারঃ
১। বড়দরগাহ মাজার মরীফ অত্র এলাকার তথা সারা দেশেরে ধর্মপ্রান মানুষের পবীত্র স্থান। সবে ক্বদর ও সবে বরাতের রাতে হাজারো মানুষ সারা রাত ধরে ঈবাদত বন্দেগীতে রত থাকে। এছারাও প্রতি বছরের ফাল্গুন মাসের যে কোন একদিন বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও তবারক বিতরন অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতি ঘটে।
২। পাগলা বাবার মাজার-তিস্তা দালাল পাড়া,তিস্তা,সদর,লালমনিরহাট।
৩। হাসান বাবার মাজার- মোস্তফী ধুমেরকুটি,ফকিরের তকেয়া,সদর,লালমনিরহাট।
৪। বড়ুয়া মাজার, কুলাঘাট, লালমনিরহাট সদর।
৫। দ: শিবেরকুটি মাজার, কুলাঘাট, লালমনিরহাট সদর।