Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

লালমনিরহাট সদর উপজেলায় প্রচলিত লোক খেলা গুলোর মধ্যে রয়েছে গোল্লাছুট, দৌড়াদৌড়ি, হা-ডু-ডু, বুড়ি ছি, বৌ ছি, কানা মাছি, কিতকিত, ছোপাছুপি, ইকরি বিকরি, নাগরদোলা, ওপেন্টি বাইস্কোপ, ইচিং বিচিং, সাত খোলা, মার্বেল, ঘুড়ি উড়ানো, লাটিম ঘুড়ানো, ব্যাঙ ঝাঁপ, দড়ি খেলা, গুটি খেলা, পাতা ছেড়া খেলা, চড়ুই ভাতি প্রভৃতি। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। জলক্রীড়ার মধ্যে রয়েছে- সাঁতার, ছৈল, ডুবাডুবি প্রভৃতি। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। প্রচলিত আধুনিক খেলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু, কাবাডি, ব্যাড মিন্টন, দাবা, লুডু প্রভৃতি।

লালমনিরহাট সদর উপজেলায় একটি আধুনিক স্টেডিয়াম রয়েছে। এছাড়াও কালেক্টরেট মাঠে বিভিন্ন ধরণের খেলাধুলা হয়ে থাকে।