Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

উপজেলার উৎপত্তি :

১৯৮১ সালের পূর্বে রংপুর জেলাধীন কুড়িগ্রাম মহকুমার অদীনে লালমনিরহাট একটি থানা ছিল। বর্তমান লালমনিরহাট জেলাকে ১৯৮১ সালে মহকুমা ঘোষনা করা হয় ।

আয়তন:

লালনিরহাট সদর উপজেলার আয়তনঃ ২৫৯.৫৪ বর্গ কিলোমিটার

জনসংখ্যা: ৩,৩৩,১৬৬ জন।

অবস্থান :

উত্তরে ভারতের কুচবিহার  জেলা, দক্ষিণে- রংপুর জেলার কাউনিয়া উপজেলা, পূর্বে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা, পশ্চিমে আদিতমারী উপজেলা।

ঐতিহাসিক স্থান, বধ্যভূমি :

ঐতিহাসিক স্থান হিসেবে মোগলহাটকে বিবেচনা করা হয় । কারণ মোগল আমলে কুচবিহার আক্রমণের উদ্দেশ্যে এখানে অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয় ।

বধ্যভূমি :

লালমনিরহাট ওয়ারলেস কলোনীতে একটি গণকবর স্থান আছে । যা বর্তমানে সরকারীভাবে সংরক্ষিত ।

উপজেলা বিশেষত্ব :

 হিমালয়ের পাদদেশে অবস্থিত । তিস্তা, ধরলা নদীর অববাহিকায় মাঝখানে অবস্থিত ।

ইউনিয়ন, পৌরসভা ও গ্রামের সংখ্যা :   ইউনিয়ন : ০৯টি পৌরসভা ০১টি গ্রাম : ১২২টি

যোগাযোগ : ঢাকার সাথে সড়ক ও রেল যোগাযোগ রয়েছে ।