গোকুন্ডা ইউনিয়ন, লালমনিরহাট সদর
লালমনিরহাট সদর উপজেলার মিশন মোড় বা বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সায় করে যাওয়া যায়।
0
লালমনিরহাট পৌরসভা থেকে ৬/৭ কিলোমিটার দূরে শুকান দীঘি। লোকজন বলে শুকনার মধ্যে হঠাৎ দীঘিটি তৈরি হয়।
প্রথমে মহেন্দ্রগনর যাবেন। তারপর রিকশা বা ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে পৌঁছাতে পারবেন। যাওয়ার পথে দু'পাশে নিখাঁদ গ্রাম চোখে পড়বে। দীঘির একপাশে মন্দির। দীঘিটিকে ঘিরে চারপাশে গাছ লাগানো হয়েছে। কয়েকটি টং ঘর আছে চৌকিদারদের জন্য যাতে দীঘির মাছ চুরি না হয়। যারা মাছ ধরতে পছন্দ করেন। তারা এখানে এসে বড়শি ফেলার পাশ নিতে পারেন একহাজার টাকায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস