Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

বর্তমান প্রশাসন ব্যবস্থায় তথ্য জানা নাগরিকের কোন দাবি নয় বরং অধিকার। এ জন্য ইতোমধ্যে তথ্য অধিকার আইন ২০০৯ ও বিধি প্রণীত হয়েছে। তাছাড়া জনগনের নিবিড় অংশগ্রহণ ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জনগনের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি উন্নত দেশে পরিনত করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বৃহত্তম গ্রামীন জনগোষ্ঠীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সাথে সংপৃক্ত করতে হবে। এ সকল লক্ষ্যকে সামনে রেখে সরকার রূপকল্প ২০২১ ঘোষনা করেছে। এ রূপকল্প বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে অনেক পদক্ষেপ গৃহিত হয়েছে। সারাদেশের সকল ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র চালু রয়েছে। এ সকল পদক্ষেপকে জনগণের আরো দোরগোরায় পৌছানোর জন্য জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্কের আওতায় চালু হলো উপজেলা ওয়েব পোর্টাল ও ইউনিয়ন ওয়েব পোর্টাল।

এ তথ্য বাতায়নে যেসকল তথ্য সন্নিবেশ করা হয়েছে সেগুলো প্রয়োজনের ভিত্তিতে পরিবর্তনশীল। কাজেই এ সকল তথ্য-উপাত্তকে হালনাগাদ রাখার জন্য সংশ্লিষ্ট সকলে সচেষ্ট থাকবেন বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি এ তথ্য বাতায়নের উন্নয়নকল্পে যে কোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

 

 

       (মোঃ শফিকুল ইসলাম)

     উপজেলা নির্বাহী অফিসার

লালমনিরহাট সদর, লালমনিরহাট।