Upazilla Nirbahi Officer (Acting)
বর্তমান উন্নয়নমূলক প্রশাসন ব্যবস্থায় তথ্য জানা নাগরিকগণের কোন দাবি নয় বরং অধিকার। এ জন্য ইতোমধ্যে তথ্য অধিকার আইন ও বিধি প্রণীত হয়েছে। তাছাড়া জনগনের নিবিড় অংশগ্রহণ ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জনগনের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি উন্নত দেশের সারিতে নিয়ে যেতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বৃহত্তম গ্রামীন জনগোষ্ঠীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সাথে পরিচিত করতে হবে। এ সকল লক্ষ্যকে সামনে রেখে সরকার রূপকল্প ২০৪১ ঘোষনা করেছে। এ রূপকল্প বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে অনেক পদক্ষেপ গৃহিত হয়েছে। সারাদেশের সকল ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার চালু হয়েছে। সকল জেলার জন্য একটি জেলা তথ্য বাতায়ন চালু করা হয়েছে। দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ে ই-সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এ সকল পদক্ষেপকে জনগণের আরো কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্কের আওতায় চালু হলো উপজেলা পোর্টাল ও ইউনিয়ন পোর্টাল। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায় হতে শুরু করে উপজেলা, জেলা, বিভাগ, মন্ত্রণালয় এবং জাতীয় তথ্য বাতায়নকে একই সূত্রে গাঁথা হয়েছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিকও ঘরে বসেই সরকারী বেসরকারী সেবা সম্পর্কে জানতে পারবে এবং এ সকল সেবা গ্রহণ করতে পারবে।এ তথ্য বাতায়নে যেসকল তথ্য তথ্য সন্নিবেশ করা হয়েছে সেগুলো নিয়ত পরিবর্তনশীল। কাজেই এ সকল তথ্য-উপাত্তকে হালনাগাদ রাখার জন্য সংশ্লিষ্ট সকলে সবসময় সচেষ্ট থাকবেন বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি এ তথ্য বাতায়নের উন্নয়নকল্পে যেকোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS